Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

একনজরে দেখে নিন বাজারে কম দামে ভালো গেমিং ফোন কোনটি?

একনজরে দেখে নিন বাজারে কম দামে ভালো গেমিং ফোন কোনটি?
khabor24ghonta

 
কম দামে ভালো গেমিং ফোন চাইলে অবশ‍্যই জানুন এই ফোনটি সম্পর্কে।


বর্তমান প্রজন্ম মোবাইল গেমের প্রতি অনেক বেশি আকৃষ্ট। তাই তারা গেমিং ফিচার সহ মোবাইল এবং ভাল ফিচার সহ মোবাইল পছন্দ করে। সেজন্য আমরা আজকের প্রতিবেদন নিয়ে এসেছি। এখানে আমরা আপনাকে এমন কিছু মোবাইল সম্পর্কে বলব যেগুলো হবে খুবই বাজেট বান্ধব এবং দারুণ ফিচার সহ। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু স্মার্টফোন।

[ আরও পড়ুন ঃ 

কম্পিউটার থাকবে ঘরে ঘরে, এবার সবচেয়ে সস্তার ল্যাপটপ নিয়ে আসছে Jio, ফিচার শুনে পাগল গ্রাহকরা ]


1. ওয়ালটন আরএক্স৭ মিনি:

একনজরে দেখে নিন বাজারে কম দামে ভালো গেমিং ফোন কোনটি?
khabor24ghonta


আপনি যদি ১০,০০০ হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান তাহলে অবশ্যই এই ফোনটির কথা ভাবতে পারেন। এই ফোনের ফিচার- 

* এতে রয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।

* এতে পাবেন ৬.১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।

* ব্যাটারি পাবেন ৩০০০ এমএএইচ।

* ব্যাক ক্যামেরা রয়েছে ১৩ এমপি এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৮ এমপি। 

[ আরও পড়ুন ঃ 

রিল‍্যান্স জিও সংস্থা JIO PHONE NEXT এরপর কম দামে বাজারে আনছে Jiobook Laptop ]


2. টেকনো স্পার্ক ৭:

একনজরে দেখে নিন বাজারে কম দামে ভালো গেমিং ফোন কোনটি?
khabor24ghonta


এই দারুণ ফোনটি আপনি কিনতে পারবেন মাত্র ১২,০০০ টাকার মধ্যে। টেকনো স্পার্ক ৭-এর ফিচারগুলো হল-

* ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে।

* মিডিয়াটেক হোলিও জি ৭০ প্রসেসর রয়েছে এই ফোনে।

* র‍্যাম রয়েছে ৪ জিবি এবং ইন্টারনাল মেমোরি রয়েছে ৬৪ জিবি।

* এতে ব্যাক ক্যামেরা রয়েছে ১৬ এমপি এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৮ এমপি।

* এই ফোনে ব্যাটারি রয়েছে ৬০০০ এমএএইচ।


[ আরও পড়ুন ঃ 

কীভাবে জানবেন গোপনে কে কে আপনার Facebook Profile ভিজিট করছে? ]


3. টেকনো স্পার্ক ৬:

একনজরে দেখে নিন বাজারে কম দামে ভালো গেমিং ফোন কোনটি?
khabor24ghonta


এই ফোনের দাম ১১,৯৯০ টাকা। এর ফিচারগুলো হল-

* ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে।

* মিডিয়াটেক হোলিও জি ৭০ প্রসেসর রয়েছে এই ফোনে।

* র‍্যাম রয়েছে ৪ জিবি এবং ইন্টারনাল মেমোরি রয়েছে ১২৮ জিবি।

* এতে ব্যাক ক্যামেরা রয়েছে ১৬ এমপি এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৮ এমপি।

* এই ফোনে ব্যাটারি রয়েছে ৬০০০ এমএএইচ।


[ আরও পড়ুন ঃ 

এখন রিচার্জ করলেই পাবেন 120 টাকা পযর্ন্ত ক‍্যাশব‍্যাক! jio, airtel গ্রাহকরা পাবেন এই সুবিধা। ]


4. স্যামসাং গ্যালাক্সি এম০২এস:

https://khabor24ghonta.blogspot.com/


স্যামসং কোম্পানির এই ফোন আপনি পাবেন ১২ হাজার টাকার মধ্যেই। এর ফিচার হল-

* এতে ডিসপ্লে রয়েছে ৬.৫ইঞ্চি এইচডি প্লাস।

* এই ফোনে প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০।

* এতে র‍্যাম পাবেন ৪জিবি এবং ইন্টারনাল স্টোরেজ পাবেন ৬৪জিবি।

* ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে ১২মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে  ৫মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা।

* ব্যাটারি রয়েছে ৫০০০মিলিএম্প।

[ আরও পড়ুন ঃ 

খুব তারাতারি বাজারে আসতে চলেছে ব‍্যাটারি চালিত স্কুটার! আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলো হিরো মোটোর্কপ। ]


5. রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন:.

একনজরে দেখে নিন বাজারে কম দামে ভালো গেমিং ফোন কোনটি?
khabor24ghonta


এই‌ ফোন আপনি পাবেন ১২,৯৯০ টাকায়। এর ফিচার- 

* এই ফোনে ডিসপ্লে রয়েছে ৬.৫ ইঞ্চির।

* প্রসেসর হিসেবে দেখা যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০।

* এই গেমিং ফোনে র‍্যাম রয়েছে ৪জিবি এবং ইন্টারনাল স্টোরেজ পাবেন ৬৪জিবি।

* ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন ১৩মেগাপিক্সেল + ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ৮মেগাপিক্সেল।

* এতে ব্যাটারি রয়েছে ৬০০০মিলিএম্প।

Post a Comment

0 Comments