Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

ফের লকডাউনের মতো কড়া পদক্ষেপ নিল সরকার!

ফের লকডাউনের মতো কড়া পদক্ষেপ নিল সরকার! রাজধানী দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ার জন‍্যই এরকম নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
khabor24ghonta
 

ফের লকডাউন রাজধানী দিল্লিতে! কেন আবার লকডাউন জারি হলো? জেনে নিন।

দূষণের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে প্রস্তুত। দিল্লি সুপ্রিম কোর্টকে জানিয়েছে। "

দূষণের কারণে রাজধানী নয়াদিল্লিতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হতে পারে। "দিল্লি সরকার আজ সুপ্রিম কোর্টে একটি হলফনামায় জানিয়েছে।" দিল্লিতে দূষণের মাত্রা কমাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই আজ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে দিল্লি সরকার।

কি লেখা হয়েছে হলফনামায় ?

হলফনামায় দিল্লি সরকার লিখেছে, "স্থানীয় স্তরে দূষণের মাত্রা কমানোর জন্য সম্পূর্ণ লকডাউন এর মত কড়া পদক্ষেপ দিল্লি গ্রহণ করতে চলেছে। তবে এই পদক্ষেপ তখনই সম্পূর্ণ গ্রহণযোগ্য হবে যখন সমগ্র রাজধানী ক্ষেত্র এবং তার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ঠিক একই পদক্ষেপ গৃহীত হবে। 

[আরও পড়ুন ঃ

স্বাস্থ‍্যসাথী কার্ড নিয়ে বড়োসড়ো ঘোষণা করলেন স্বাস্থ‍্য অধির্কতা অজয় চক্রবর্তী, বললেন টাকা না থাকলেও মিলবে চিকিৎসা! ]

দিল্লির যা আয়তন রয়েছে তাতে শুধু সেখানে লকডাউন করলে তার প্রভাব যথেষ্ট কম অনুভূত হতে চলেছে। যদি কেন্দ্রীয় সরকার কিংবা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে জাতীয় রাজধানী ক্ষেত্র এবং পার্শ্ববর্তী রাজ্যে এমন পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়, তাহলে দিল্লি সরকার ঠিক এই ভাবেই কড়া পদক্ষেপ গ্রহণ করবে।" 

[ আরও পড়ুনঃ khabor24ghonta

Nandigram Election petition: একই দিনে দিল্লি ও কলকাতায় নন্দীগ্রাম, সুপ্রিম কোর্টে শুভেন্দু, হাইকোর্টে মমতা ]


কি নির্দেশ দিয়েছে দিল্লি সরকার?

দিল্লিতে সাতদিনের জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে দিল্লি সরকার। তার সাথে সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে নির্দেশ প্রদান করা হয়েছে। সেইসাথে দিল্লিতে সমস্ত নির্মাণ কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। দীপাবলি পরবর্তী সময়ে দিল্লি প্রায়শ‌ই  ঢেকে যায় ধোঁয়াশায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সোমবার অর্থাৎ আজ 15 ই নভেম্বর থেকে পরবর্তী সাত দিনের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে । 

[ আরও পড়ুনঃ khabor24ghonta

এছাড়াও যে সমস্ত নির্মাণকাজ থেকে প্রবল ধুলো ছড়িয়ে পড়ে সেই নির্মাণ কাজ আপাতত 14 দিন বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ  কেজরিওয়াল জানিয়েছেন ,  15 ই নভেম্বর থেকে আগামী সাত দিনের জন্য বন্ধ রাখা হবে। স্কুল গুলির সমস্ত ক্লাস ভার্চুয়াল মাধ্যমে নেওয়া হবে। ফসলের গোড়া পোড়ানোর কারণে প্রত্যেক বছর দিল্লিতে ধোঁয়ায় আকাশ ঢেকে যায় । দিল্লি এবং গুরুগ্রাম, গাজিয়াবাদে অত্যাধিক দূষণে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পরেই সুপ্রিমকোর্ট কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিল দিল্লি প্রশাসনকে।

[আরও পড়ুন ঃ

Post a Comment

0 Comments