কোভ্যাক্সিনে হু মান্যতা দিতেই আমেরিকা ঘোষণা করল তাদের বিধি, ভারতীয়দের মার্কিন সফর ঘিরে বড় বার্তা
প্রায় ভারতের কাছে দিওয়ালি গিফ্ট হিসাবেই এসেছে কোভ্যাক্সিন নিয়ে হু-এর মান্যতা। গতকালই হু জানিয়েছে যে ভারতে নির্মিত কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিচ্ছে তারা। ফলে যেকোনও ভারতীয় এই ভ্যাকসিন নিয়ে বিদেশের সফরে যেতে পারেন। এরপরদিনই আমেরিকার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, সেদেশে ৮ নভেম্বরের পর থেকে কোভ্যাক্সিন গ্রাহকরা প্রবেশ করতে পারেন।
পূর্বে, শুধুমাত্র ভারতে তৈরি কোভিশিল্ড দিয়ে যদি কাউকে টিকা দেওয়া হয় তবে তিনি বিদেশ ভ্রমণের সময় সমস্যায় পড়তেন। কোভাসিনকে বিশ্বের অনেক দেশেই স্বীকৃতি দেওয়া হয়নি যতক্ষণ পর্যন্ত না হুকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
আবার, স্বীকৃত কয়েকটি দেশে পৌঁছতে ভারতীয়দের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কারণ মরিশাস, ফিলিপাইন এবং গ্রিসের মতো দেশগুলি কোভাসিনকে স্বীকৃতি দিলেও, ভারতের সাথে সেই দেশের সাথে এয়ার বাবল চুক্তি নেই। ফলে সমস্যা চলতে থাকে। এই এয়ার বাবল প্যাক্টের অনুপস্থিতির কারণে, করোনা পরিস্থিতিতে এই দেশগুলিতে সরাসরি ফ্লাইট পরিষেবা নেই। এদিকে ৭২ ঘণ্টা আগের আরটি পিসির প্রতিবেদনও ওইসব দেশে পৌঁছাতে সময় নিচ্ছিল। ফলে ভ্যাকসিনের রিপোর্ট নিয়ে দেশে প্রবেশ করলেও এর স্বীকৃতি পাচ্ছেন না ভ্যাকসিন গ্রাহকরা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে 6 নভেম্বর থেকে কোভাসিন সহ কোনও ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ভ্যাকসিন শংসাপত্র নিয়ে কোনও সমস্যা হবে না।
হু-এর তরফে এর আগে জানানো হয়েছে, টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের তরফে জানানো হয়েছে, জরুরিকালীন ভিত্তিতে কোভ্যাক্সিনকে মান্যতা দেওয়া যেতে পারে। এর আগে কোভ্যাক্সিন নির্মাতা ভারত বায়োটেকের কাছ থেকে এই ভ্যাকসিন সম্পর্কে যাবতীয় তথ্য চেয়েছিল হু।
সেই তথ্য সামনে আসতেই তা নিয়ে বিবেচনা করে বিশ্বস্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ। এরপরই আসে ভারত বায়োটেকের জন্য কাঙ্খিত সাফল্য। এর আগে, কোভ্যাক্সিন কর্তৃপক্ষ ভারত বায়োটেক জানিয়েছিল যে , ভ্যাকসিন উপসর্গযুক্তদের দেহে ৭৭.৮ শতাংশ কার্যকরী হয়েছে এই ভ্যাকসিন।
আরও পড়ুন ঃ
এদিকে, সংস্থা জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ প্রোটেকশন এই ভ্যাকসিন দিতে পারবে। জুন মাসে সংস্থা জানিয়েছে কোভ্যাক্সিন তার তৃতীয় ট্রায়াল শেষ করেছে। এরপরই আসে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে মান্যতা। এদিকে, কোভ্যাক্সিনকে হু মান্যতা দিতেই হু এর তরফে দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল হেড ডক্টর পুনম সিং ভারতকে কোভ্যাক্সিনের এই মান্যতার জন্য অভিনন্দন জানিয়েছেন। এর আগে, জি ২০ সামিটে গত সপ্তাহে নরেন্দ্র মোদী ইওরোপে পা রাখেন।
সেই সফরে তাঁর সঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান গ্যাবরিয়েসাসের দেখা হয়। তারপরই হু এর তরফে এই বার্তা আসায়, মোদীর ইতালি সফরকে অনেকেই গুরুত্বের নজরে দেখছেন।
আরও পড়ুন ঃ
0 Comments