রাজ্যে হেলথ ম্যানেজার পদে চাকরি
রাজ্যের স্বাস্থ্য বিভাগে পাবলিক হেলথ ম্যানেজার নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এই চাকরির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। তবে, আবেদন করার আগে, আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে এবং তারপরে আবেদন করতে হবে।
এই নিয়োগের ক্ষেত্রে কয়টি শুন্যপদ রয়েছে, মাসিক বেতন কত, বয়স কত এবং কিভাবে আবেদন করতে হবে সব নিচে দেওয়া রইল- জেনে নিয়ে আবেদন করবেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Gr. D Job : সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ , কলেজে গ্রূপ- ডি কর্মী ]
নোটিশ নম্বরঃ SHFWS/2021/237
পদের নামঃ পাবলিক হেলথ ম্যানেজার (Public Health Manager)
বেতনঃ প্রতি মাসে 35,000 টাকা
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শুন্যপদঃ
67 (SC-22, ST-8, OBCA-10, OBCB-4, UR-19, PWD-4)
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
8th pass : পাসে গ্রুপ ডি, গ্রুপ সি ও অন্যান্য পদে কর্মী নিয়োগ ]
শিক্ষাগত যোগ্যতাঃ
নার্সিং/ডেন্টালে গ্র্যাজুয়েশন পাশ হতে অথবা, জীবন বিজ্ঞান/ইকোনমিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে অথবা, সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে পাবলিক হেলথ/কমিউনিটি হেলথ/প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে মাস্টার্স করা থাকতে হবে। অথবা যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে হিউম্যান রিসোর্স/হেলথ কেয়ার বিষয়ে MBA করা থাকতে হবে।
নিয়োগের স্থানঃ
পশ্চিমবঙ্গের যেকোনো মিউনিসিপালিটি অথবা মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ করা হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Bandhan bank Recruitment : বন্ধন ব্যাংকে 10 হাজারেরও বেশি নতুন কর্মী নিয়োগ ]
নিয়োগ প্রক্রিয়াঃ
অ্যাকাডেমিক কুয়ালিফিকেশন, অভিজ্ঞতা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় থাকবে 75 নম্বর, কম্পিউটার টেস্টে 15 নম্বর এবং অভিজ্ঞতায় থাকবে 10 নম্বর। মোট নম্বর থাকবে 100। যারা মোট নম্বরের 50% পাবে তারা চাকরির জন্য নির্বাচিত হবেন।
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিংকে ক্লিক করে প্রথমে আবেদনকারীকে তার মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর দরকারি এবং সঠিক তথ্য পূরন করে আবেদন করতে হবে।
.[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Railway Apprentice Recruitment 2021: মাধ্যমিক পাশেই রেলে কাজের সুযোগ, ১,৭৮৫ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ ]
আবেদন ফিঃ
জেনারেল প্রার্থীদের জন্য লাগবে 100 এবং ST, SC, OBC অর্থাৎ সংরক্ষিত শ্রেনিদের জন্য আবেদন ফি লাগবে 50 টাকা।
নোটিশ প্রকাশ : 12.11.2021
আবেদন শুরু : 17.11.2021
আবেদন শেষ : 26.11.2021
.[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Railway GDMO Recruitment 2021: কোনওরকম পরীক্ষা ছাড়াই রেলওয়েতে চাকরির সুযোগ ]

0 Comments