Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

এই স্কীমগুলিতে টাকা রাখলে আপনি পাবেন ভালো সুদ এবং আপনার টাকাও থাকবে সুরক্ষিত!

এই স্কীমগুলিতে টাকা রাখলে আপনি পাবেন ভালো সুদ এবং আপনার টাকাও থাকবে সুরক্ষিত!
khabor24ghonta

 

এই স্কীমগুলি সম্পর্কে জেনে নিন বিস্তারিত।


প্রত্যেকেই তাদের কষ্টার্জিত অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চায়। যাইহোক, এই ক্ষেত্রে, বেশ কিছু চিন্তা আছে। ভাল রিটার্ন এক. যা সঞ্চয় করার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কারণ অনেক ক্ষেত্রে সুদের হার ভালো কিন্তু নিরাপদ নয়। অন্যদিকে, করোনার সময়ে বেশিরভাগ ব্যাংকই সুদের হার অনেক কমিয়েছে। কিন্তু আপনি যদি ছোট সঞ্চয় করতে চান তবে আপনার জন্য সুদ সহ কিছু ভাল স্কিম রয়েছে। আসুন সেই স্কিমগুলি একবার দেখে নেওয়া যাক।


সুকন্যা সমৃদ্ধি যোজনা - সুকন্যা সমৃদ্ধি যোজনা মূলত সরকারেরই একটি স্কিম। যেখানে আপনার স্মল টার্ম বিনিয়োগ একেবারেই সুরক্ষিত থাকবে তার পাশাপাশি পাওয়া যাবে ভালো রিটার্ন ও। যেকোন ব্যাঙ্কের থেকেই সুদের পরিমান অনেকটাই বেশী এই স্কীমে। বর্তমানে এই প্রকল্পে সুদের হার রয়েছে ৭.৬ শতাংশ। সেই হিসেবে করলে দেখা যাবে আগামী ৯ বছরের মধ্যে আপনার জমানো অর্থের পরিমান হয়ে গিয়েছে দ্বিগুন। তবে এক্ষেত্রে জানানো হয়েছে সংশ্লিষ্ট কিছু নিয়ম রয়েছে এই স্কীমে। যার মধ্যে অন্যতম এই স্কিমের আওতায় থাকা মানুষ দের বাৎসরিক টাকা জমা দেওয়ার পরিমান হলো ২৫০ টাকা। 

[ আরও পড়ুন ঃ

Flipkart Big Bachat Dhamaal: দামি পণ্য সস্তায় পাওয়া যাবে, কেনাকাটায় পাওয়া যাবে রৌপ্য মুদ্রা ]


সিনিয়ার সিটিজেন স্কিম - সিনিয়ার সিটিজেনদের জন্য অন্যতম একটি সুন্দর স্কিম হলো সিনিয়ার সিটিজেন স্কিম।  এই স্কীমে সুদের হার ও রয়েছে অনেকটাই বেশী। বর্তমানে এই প্রকল্পের আওতায় সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ। এই প্রকল্পে আপনাদের জমানো অর্থের ইন্টারেস্ট দেওয়া হবে প্রতিমাসের শেষ দিন। এর পাশাপাশি এই প্রকল্পে সর্বোচ্চ অর্থ জমা দেওয়ার অর্থ ঠিক করে দেওয়া হয়েছে, যার পরিমানটি হলো ১৫,০০,০০০ টাকা। 

[ আরও পড়ুন ঃ

ভ্রমণপিপাসু মানুষদের জন‍্য রয়েছে সুবর্ণ সুযোগ,মাত্র 7000 টাকায় ঘুরে আসুন এই জায়গায়! ]

পাবলিক প্রভিডেন্ট ফান্ড - এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কীমটিও ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে গফাহকদের কাছে। এই স্কিমে সুদের হার রয়েছে ৭.১ শতাংশ। অর্থাৎ আপনি যদি দীর্ঘ ১০ বছরের জন্য এই স্কীমে অর্থ বিনিয়োগ করে থাকেন। সেক্ষেত্রে আপনার রিটার্ন হয়ে যাবে বিনিয়োগ এর ডবল। তবে এই স্কীমে অর্থ সঞ্চয় করতে হলে মানতে হবে বেশ কিছু শর্ত। যার মধ্যে রয়েছে বছরে এই স্কীমে টাকা বিনিয়োগ করার উচ্চ সীমাও। জানানো হয়েছে এই স্কীমের আওতায় আপনার আ্যকাউন্ট থাকলে আপনাকে বছরে ৫০০ টাকা সেখানে রাখতেই হবে। তবে বছরে ১,৫০,০০০ টাকার বেশী এই স্কিমের আওতায় রাখতে পারবেননা আপনি। 

[ আরও পড়ুন ঃ

SBI গ্রাহকদের জন‍্য বড়ো খবর! আপনার কি SBI তে অ‍্যাকাউন্ট আছে? তাহলে আপনিও পাবেন এই সুবিধা ]

কিষাণ বিকাশ পত্র - এই প্রকল্পটিও মূলত দারুন জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই। এর মূল সুবিধা হলো এতে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোন উর্ধসিমা নেই । তবে বছরে ১,০০০ টাকা  আপনাকে বিনিয়োগ করতে হবে এই প্রকল্পে। এই প্রকল্পের আওতায়  সুদের হার রয়েছে ৬.৯ শতাংশ। যার জেরে ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই প্রকল্প দারুন কার্যকরি।


ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট - ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কীমটিও প্রায় ৭ শতাংশের কাছাকাছি সুদ দিয়ে থাকে। এই প্রকল্পে মূলত ৫ বছরের জন্য আপনি বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে এই প্রকল্পের সুদের হার আছে ৬.৮ শতাংশ। তবে এই প্রকল্পের ক্ষেত্রেও অন্যতম একটি বড়ো সুবিধা হলো এতেও অর্থ বিনিয়োগের ক্ষেত্রে নেই কোন উর্ধসিমা। 

[ আরও পড়ুন ঃ

Post Office Investment Plan – পোস্ট অফিসে এই স্কিমে টাকা রাখলে ঝড়ের গতিতে টাকা বাড়বে ]

কাজেই ভবিষ্যতের কথা মাথায় রেখে এর মধ্যে যেকোন একটি স্কিম আপনি সহজেই পছন্দ করতে পারেন। যার ফলে আপনার বিনিয়োগ যেমন সুরক্ষিত হবে তেমনই রিটার্ন ও পাবেন বেশ ভালো পরিমানেই।

Post a Comment

0 Comments