khabor24ghonta
ও লাভলি! এরকম মন্তব্য করলেন মদন মিত্র শ্রাবন্তী চ্যাটার্জ্জীর উদ্দেশ্যে।
বিজেপিতে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই দিশেহারা হয়ে পড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
তিনি আজ সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি বিজেপি ছেড়েছেন। তার পরে স্বাভাবিকভাবেই ফের অস্বস্তিতে গেরুয়া বাহিনী কিন্তু শ্রাবন্তীকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে তৃণমূল শিবির। ইতিমধ্যেই বিধায়ক মদন মিত্র ও রাজ চক্রবর্তীর কথায় ইঙ্গিত মিলেছে। অন্যদিকে সাংসদ নুসরাত জাহান বলেছেন, শ্রাবন্তী যে দলেরই হোক না কেন তার পাশে আছে।
khabor24ghonta[ আরও পড়ুনঃ khabor24ghonta
পুরসভা র্নিবাচনের আগে সব প্রার্থীকেই দিতে হবে কড়া নিরাপত্তা,দাবি সুপ্রীমকোর্টের। ]
আজ শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়ার পর বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজা সবার জন্য খোলা! তবে রাজ জানিয়েছেন, দলে যোগ দেওয়ার বিষয়ে তিনি শ্রাবন্তীর সঙ্গে কথা বলেননি। তবে রাজের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না কে কোন দলের হয়ে কাজ করছেন। তার আগে ভালবাসা। অন্যদিকে, বিধায়ক মদন মিত্র টুইট করে শ্রাবন্তীকে ট্যাগ করেছেন, 'ওহ লাভলি'। আসলে শ্রাবন্তী যে তৃণমূলে আসতে পারেন তা বুঝিয়ে দিয়েছেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে এমপি ও অভিনেত্রী নুসরাত জাহান বন্ধুত্বের একটি ছোট্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে হয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূল হোক বা বিজেপি, বা তাঁর নিজের ঘরের দল, শ্রাবন্তী যেখানেই থাকুক তাঁকে সমর্থন করবে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
মূখ্যমন্ত্রীর ঘোষণাঃ রাজ্যের চাষিদের জন্য সুখবর, বাড়লো ধানের সহায়ক মূল্য ]
উল্লেখ করা যেতে পারে যে বিধানসভা ভোটের আগে, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় 1 মার্চ কৈলাশ বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে দল তাকে মনোনয়ন দিয়েছে। কিন্তু তিনি পার্থ চ্যাটার্জির কাছে 50,000 ভোটে হেরে যান। আজ, অভিনেত্রী টুইট করেছেন যে তিনি বিজেপি ছাড়বেন। তিনি লিখেছেন, 'আমি বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপির কোনও উদ্যোগ দেখছি না।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়লেন, টুইট করে নিজেই জানালেন সেই কথা। ]
0 Comments