Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

west Bengal School New Rule : স্কুলের প্রতিটি ক্লাসে নতুন নিয়ম আনছে বিকাশ ভবন! যা নিয়ে রীতিমতো জর্জরিত হয়ে পড়ছেন শিক্ষক-শিক্ষীকারা।

স্কুলের প্রতিটি ক্লাসে নতুন নিয়ম আনছে বিকাশ ভবন! যা নিয়ে রীতিমতো জর্জরিত হয়ে পড়ছেন শিক্ষক-শিক্ষীকারা।
khabor24ghonta
জেনে নিন  রাজ‍্যের প্রতিটি স্কুলে নতুন কোন নিয়ম আনছে বিকাশ ভবন! 


নতুন নিয়মে বলা হয়েছে করোনা বিধির জন্য জন্য 25 জন পড়ুয়াদের নিয়ে একটি ব্যাচ গঠন করতে হবে। ‌

প্রতি ক্লাসে ন্যূনতম দুটি ব্যাচ গঠন করতে হবে। যদি পড়ুয়া সংখ্যা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তিনটি ব্যাচ করা যেতে পারবে। 

শিক্ষক ও শিক্ষকরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন।  একই সাথে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির অনলাইন ক্লাস, চলছে অনলাইনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং খাতা দেখার কাজ। অনলাইন অফলাইন পড়াতে গিয়ে রীতিমতো হয়রানি হতে হচ্ছে শিক্ষকদের।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Indian Railways : এবার থেকে ট্রেনে থাকবে না কোনো আমিষ খাবার! জানিয়ে দিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। ]

 এদিকে সকাল ন'টার মধ্যে স্কুলে প্রবেশ করতে হচ্ছে এবং বেরোতে বেরোতে বিকাল পাঁচটা বেজে যাচ্ছে। ‌ আবার সাড়ে নটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত নবম এবং একাদশের ক্লাস রয়েছে। এরপর 10:30 থেকে সাড়ে চারটে পর্যন্ত দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস রয়েছে । 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Priyanka Modi : কৃষি আইন প্রত্যাহারের পর মোদীকে চিঠি প্রিয়াঙ্কার - উদ্দেশ্য সৎ হলে তাহলে অজয় মিশ্রের সঙ্গে মঞ্চে থাকবেন না ]

আবার সকাল এগারোটার মধ্যে সমস্ত পড়ুয়াদের উপস্থিতির তালিকা পাঠিয়ে দিতে হচ্ছে। এছাড়াও মিড ডে মিল এর হিসাব রাখতে হচ্ছে, মিড-ডে-মিল বন্টন করতে হচ্ছে । শনিবার দিন  ফুল ক্লাস করা হচ্ছে । এই সমস্ত কিছুর মধ্যে রীতিমতো জর্জরিত হয়ে পড়েছেন শিক্ষক-শিক্ষিকারা। এবার ডিআই মারফত প্রধান শিক্ষকদের কড়া বার্তা দিয়েছে বিকাশ ভবন। ‌ তার কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একাধিক স্কুলের অ্যাটেনডেন্স রিপোর্ট এগারোটার মধ্যে জমা দেওয়া হচ্ছেনা।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

PM Pension Yojana : প্রধানমন্ত্রী দিচ্ছেন প্রতি মাসে 10000 টাকা!এই যোজনায় আওতায় স্বামী স্ত্রী দুজনায় পাবেন পেনশন। ]

 তাই বিকাশ ভবন কড়া নির্দেশ দিয়েছে সকাল এগারোটা মধ্যেই অ্যাটেনডেন্স রিপোর্ট জমা দিতে হবে। এছাড়াও পর্ষদ এবং সংসদ নির্ধারিত নির্দিষ্ট সময়সীমা প্রতিটা স্কুলকে মেনে চলতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। 

Post a Comment

0 Comments