Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Indian Railways : এবার থেকে ট্রেনে থাকবে না কোনো আমিষ খাবার! জানিয়ে দিল ভারতীয় রেল কর্তৃপক্ষ।

 

এবার থেকে ট্রেনে থাকবে না কোনো আমিষ খাবার! জানিয়ে দিল ভারতীয় রেল কর্তৃপক্ষ।
khabor24ghonta

কেন এরকম সিদ্ধান্ত নিলেন।  ভারতীয় রেল কর্তৃপক্ষ? জেনে নিন বিস্তারিত।


কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই হাজার প্রতীক্ষিত রেলের চাকার শিকল ভেঙেছে। ভারত কোভিড পূর্বাবস্থায় ফিরে আসতে বদ্ধ পরিকর। এমন অবস্থায় নয়া সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। শীঘ্রই চালু হতে চলেছে সাত্বিক ট্রেন। অর্থাৎ, আপনি এই ট্রেনে আমিষ খাবার নিয়ে যেতে  পারবেন না কিংবা ট্রেন থেকে কোনো আমিষ খাবার অর্ডারও করতে পারবেন না। সাধারণত বিভিন্ন ধর্মস্থানের দিকে যাওয়া এক্সপ্রেস ট্রেনগুলিকেই এই সাত্বিক ট্রেনের আওতায় আনা হচ্ছে বলে জানা গেছে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

এবার থেকে ট্রেনে থাকবে না কোনো আমিষ খাবার! জানিয়ে দিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। ]

সাত্বিক ট্রেন:

ট্রেনগুলিকে সাত্বিক সার্টিফিকেট দেওয়ার জন্য ভারতীয় রেল , ইন্ডিয়ান‌ রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিসম কর্পোরেশন সাত্বিক কর্পোরেশনের সাথে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, বহু যাত্রী ট্রেনের খাবার খাননা এই ভেবেই যে, এই খাবার সম্পূর্ণ নিরামিষ হবে কিনা বা এই খাবার সম্পূর্ণ হাইজেনিক কিনা তা ভেবে। তবে আপনাকে জানাই, এই খাবার বানানো থেকে প্যাকেজিং সম্পূর্ণটাই আপনির হাইজিনের কথা ভেবেই তৈরি করা হয়। ভারতীর রেলের ক্যাটারিং বিভাগে আমিষ এবং নিরামিষ রান্না দুটোই হয় পুরো আলাদা আলাদা  ভাবে এবং প্যাকাজিং -ও হয় আলাদা আলাদা  ভাবে ।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে ভারতীয় রেলে! জেনারেল কামরার পরিবর্তে মিলবে সুরক্ষিত বাতানূকুল কামরা। ]

কোন ট্রেন সাত্বিক হবে?

রেল মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণত বিভিন্ন ধর্মস্থানে যাওয়ার দিকে ট্রেনগুলিকে সাত্বিক সার্টিফিকেট দেওয়া হবে। এক্ষেত্রে পুরী, বারাণসী , গোয়া , বৈষ্ণদেবী যাওয়ার জন্য বন্দেভারত ট্রেন হোক বা রাম সম্পর্কিত স্থানে যাওয়ার জন্য রামায়ণ স্পেশাল ট্রেন; সব ট্রেনই হতে চলেছে সাত্বিক। এই ধর্মস্থানে যাওয়া অধিকাংশ যাত্রী সাত্বিক খাবার খেতে পছন্দ করেন। তাদের দিকে তাকিয়েই এই নতুন সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। সূত্রের খবর বৈষ্ণদেবী দর্শনে যাওয়ার জন্য বন্দেভারত এক্সপ্রেস থেকেই শুভ উদ্বোধন হবে এই‌ নয়া কর্মসূচির।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

নিজের বাবার হাতেই ধর্ষিত হয়ে খুন হলো কন‍্যা! এরকম কুরূচিকর ঘটনা ঘটেছে মধ‍্যপ্রদেশে। ]



Post a Comment

0 Comments