আপনিও এই যোজনার সুবিধা পেতে পারেন! কী ভাবে পাবেন এই সুবিধা? জেনে নিন বিস্তারিত।
স্বামী-স্ত্রী প্রতিমাসে পাবেন 10 হাজার টাকা। জানুন কলকাতায় লঞ্চ হওয়া এই সরকারি স্কিমের বিষয়ে
বেসরকারি ক্ষেত্রে যারা চাকুরী করেন তাদের সুনিশ্চিত ভবিষ্যত ঘিরে যথেষ্ট আশঙ্কা থাকে। এরজন্য তারা বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে অবসরের পর নিজের ভবিষ্যত জীবনকে সুনিশ্চিত করার চেষ্টা করেন। তাদের ক্ষেত্রে অটল পেনশন যোজনা হলো দারুন একটি স্কিম যাতে তারা প্রতি মাসে অবসরের পর পেতে পারেন একটি নির্দিষ্ট পেনশন। কলকাতায় প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা লঞ্চ করেছিলেন । এই যোজনার আওতায় স্বামী এবং স্ত্রী দুজনেই পেনশন পাবেন। বর্তমানে এই স্কিমে এক হাজার থেকে 5 হাজার টাকার মাসিক পেনশন এর গ্যারান্টি দেওয়া হয়। 40 বছরের নিচে থাকা ব্যক্তিরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং ৬০ বছরের পর এই স্কিমে পেনশন পেতে পারবেন।
[ আরও পড়ুন ঃ
Indian Railways : এবার থেকে ট্রেনে থাকবে না কোনো আমিষ খাবার! জানিয়ে দিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। ]
অটল পেনশন যোজনা কি ?
অটল পেনশন যোজনার আওতায় প্রতিমাসে একাউন্টে একটি নির্দিষ্ট পরিমান টাকা জমা রেখে পরে প্রতিমাসে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন গ্রাহকরা। এই স্কিমে ৬ মাসে মাত্র ১২৩৯ টাকা বিনিয়োগ করতে হয় । 60 বছর বয়সের পরে বছরে 60 হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন গ্রাহকরা। যদি 18 বছর বয়সে কোন ব্যক্তি অটল পেনশন যোজনা বিনিয়োগ করতে চান এবং তিনি 60 বছর বয়সের পর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পেতে চান, তাহলে তাকে প্রতি মাসে দিতে হবে ২১০ টাকা করে। মাসে মাত্র ৪২ টাকা করে দিলে 60 বছর পর কোন ব্যক্তি প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন পেতে পারবেন।
[ আরও পড়ুন ঃ
চাপের মুখে পড়ে কৃষি আইন বাতিল করলো কেন্দ্র সরকার! ]
অর্থ বিশেষজ্ঞদের মতে 18 বছরের পর থেকেই যদি এই স্কিমে বিনিয়োগ করা হয়, তা অত্যন্ত লাভজনক বলে বিবেচিত হতে পারে। এই স্কিমে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই স্কিমে বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যায়। মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক , বাৎসরিক যেকোনো একটি বিনিয়োগ গ্রাহকরা বেছে নিতে পারবেন ।
0 Comments