Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Govt Job: মাধ‍্যমিক পাশে সরকারি প্রতিরক্ষামন্ত্রকে চাকরির সুযোগ! অফলাইনে করতে হবে আবেদন। জেনে নিন।



 প্রতিরক্ষামন্ত্রকে চাকরির সুযোগ, মাধ‍্যমিক পাশে চাকরী!কীভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত।


চাকরি খুঁজছি! আমার মনে হয় একটা চাকরি থাকলে ভালো হবে। তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। বিশেষ করে আপনি যদি সরকারি চাকরি খুঁজছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পাওয়ার দারুণ সুযোগ।

ডিফেন্স এস্টেট অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট 2021 জুনিয়র হিন্দি অনুবাদক, সাব ডিভিশনাল অফিসার গ্রেড-II এবং হিন্দি টাইপিস্ট (মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট 2021) পদের জন্য ব্যাপক নিয়োগ করতে চলেছে।

 এখনই আবেদন করতে হবে।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে


৯৭ শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের জন্যে আবেদন অফলাইন মোডে (Ministry of Defence Recruitment 2021) করতে হবে। ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে।

 তবে মনে রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি, ২০২২ সাল। এই সময়সীমার মধ্যে সেখানে পৌঁছতে হবে আপনার আবেদন। শুধু তাই নয়, বিকেলের পাঁচটার মধ্যে করতে হবে। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

CMHO: সরকারি স্বাস্থ্য কেন্দ্রে একটি নার্স সহ একাধিক খালি পদে ব্যাপক নিয়োগ, ৭০ বছর পর্যন্ত করা যাবে আবেদন ]

প্রয়োজনীয় তথ্য

তবে বলতে হবে মোট শূন্যপদ ৯৭টির মধ্যে সবথেকে বেশি সাব ডিভিশনাল অফিসার গ্রেড-২ পদের জন্যে নিয়োগ হবে। এই পদের জন্যে শূন্যপদ ৮৯টি। জুনিয়ার হিন্দি ট্রান্সলেটের পদের জন্যে ৭টি শূন্যপদ।

 হিন্দি টাইপিস্ট পদের জন্যে শুধুমাত্র একটি শূন্যপদের জন্যে নিয়োগ (Ministry of Defence Recruitment 2021) হবে। যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের আগে অবশ্যই ভালো করে মন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Rupasree Prokalpo Job: রাজ্যে রূপশ্রী প্রকল্পে নিয়োগ চলছে, দেখে নিন নিয়োগ পদ্ধতি ]

শিক্ষাগত যোগ্যতা

বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হবে। ফলে শিক্ষাগত যোগ্যতা পদের জন্যে আলাদা। বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়ার হিন্দি ট্রান্সলেটর পদের জন্যে হিন্দি জানা এবং লেখা বাধ্যতামূলক। মাস্টার ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। 

সাব ডিভশনাল অফিসার গ্রেড-২ এই শূন্যপদের জন্যে ক্লাস ১০ পাস করতেই হবে বাধ্যতামূলক। হিন্দি টাইপিস্ট পদের জন্যে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে আবেদনকারীকে। এছাড়াও প্রতি মিনিটে ২৫টা শব্দ লিখতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Teacher Recruitment: রাজ্যে ফিজিক্যাল শিক্ষক নিয়োগ, বেতন ৩৮ হাজার! রইল বিস্তারিত ]

বয়সসীমা

জুনিয়ার হিন্দি ট্রান্সলেটর পদের জন্যে সর্বনিম্ন ১৮ বছর থেকে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সাব ডিভিশনাল অফিসার গ্রেডের জন্যে ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত বয়সের ব্যক্তিরা আবেদন করতে পারবেন। হিন্দি টাইপিস্ট পদের জন্যেও আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে ১৮ বছর। তবে ২৭ বছর পর্যন্ত বয়সের যুবকরা এই পদের জন্যে আবেদন করতে পারবেন।


আবেদন পাঠানোর স্থান 

করোনা পরিস্থিতি বড়সড় (Ministry of Defence Recruitment 2021) চাকরি পাওয়ার সুযোগ। ফলে দেরি না করে এখনই পাঠান আবেদন। কিন্তু কোথায় পাঠাবেন? বিজ্ঞপ্তিটিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

সেই মতো সাধারন ডাকেও 'জুনিয়ার হিন্দি ট্রান্সলেটর/সাব ডিভিশনাল অফিসার গ্রেড-২/ হিন্দি টাইপিস্ট পদের জন্যে আবেদন করতে হবে। 

আবেদন পাঠাতে হবে - Southern Command, Near ECHS Polyclinic, Kondhwa Road, Pune (Maharashtra)-411040। অবশ্যই পাঠানোর আগে জরুরি তথ্যগুলি জেনে নিন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

IRRC: বছরের শেষে একাধিক পদে নিয়োগ করছে ভারতীয় রেল!আবেদনের শেষ তারিখ 23শে ডিসেম্বর। ]

Post a Comment

0 Comments