নিজের গান শুনে নিজেই রেগে যান বাবুল ! , এই নিয়ে নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের স্বীকার বাবুল সুপ্রিয়।
'বাবুল সুপ্রিয়ই খুব সম্ভবত পৃথিবীর একমাত্র গায়ক যিনি নিজের গান শুনে নিজেই রেগে যান'! ফেসবুক ট্রোলের বন্যা
কয়েকদিন আগেই তৃণমূলের ছত্রছায়ায় আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও তিনি বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন, বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে বাদ পড়ার পর বিজেপির থেকে দূরত্ব কমিয়ে দেন। অবশেষে তৃণমূলের ছত্রছায়ায় এসেছেন তিনি। আর তৃণমূলে নাম লেখানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়াকে নিয়ে বিদ্রুপের ট্রোলের বন্যা বইছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এই ট্রোলিংয়ের সাক্ষী। বিশেষ করে সাম্প্রতিক একটি ঘটনায় ব্যাপকভাবে ট্রোলড হচ্ছেন বাবুল। বাবুল সুপ্রিয়কে ত্রিপুরায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বাবুল সুপ্রিয়া সায়নী ঘোষের সাথে জনসভা করছিলেন, তখন বিজেপির একটি ট্যাবলো তাদের জনসভার সামনে দিয়ে যাচ্ছিল এবং বাবুল সুপ্রিয়া গানটি বাজছিল - 'এই তৃণমূল আর নেই।' সেই মুহূর্তে বাবুল বেশ বিচলিত হয়ে পড়ে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Dilip Ghosh : ত্রিপুরা প্রেক্ষিতে কুরুচিকর মন্তব্য ফলে হাতে-নাতে 'ফল' পেলেন দিলীপ ঘোষ ]
নেটদুনিয়ায় ব্যাপক কটাক্ষ বাবুলকে
ত্রিপুরায় গিয়ে বাবুলের জনসভার সামনেই বিজেপির ছক কষে গাওয়া গান। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হন বাবুল। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেট দুনিয়ায় বাবুলকে ব্যঙ্গ করা একটি মেম বেশ ভাইরাল হয়েছে। মেমে লেখা: "বাবুল সুপ্রিয়া পৃথিবীর একমাত্র গায়ক যিনি নিজের গান শুনে রেগে যান।"
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মেম। অনেক নেটিজেন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মেমটি শেয়ার করে চলেছেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
0 Comments