khabor24ghonta |
- সোমবার ত্রাণ দুর্নীতি মামলার শুনানি নিয়ে সিএজিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট রাজ্য সরকারকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে।
বন্যা দুর্নীতি মামলায় আদালতের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই মামলায় দুর্নীতির তদন্তের দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারক আদালতকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল।
সোমবার ত্রাণ দুর্নীতি মামলার শুনানি নিয়ে সিএজিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট রাজ্য সরকারকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। বিচারক ১৪ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
[ আরও পড়ুন ঃ
করোনা ভ্যাক্সিনে নজির গড়েছে ভারত! এমনটাই মনে করছে গবেষকদের একাংশ ]
2017 সালে, মালদা এবং মুর্শিদাবাদ জেলার বন্যা দুর্গতদের জন্য কেন্দ্রীয় ক্ষতিপূরণের টাকা এসেছিল। সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করেন তৃণমূল নেতারা। রাজ্য প্রতিটি ক্ষতিগ্রস্তদের জন্য 60,000 টাকা বরাদ্দ করেছিল। প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় থাকলেও পাশে তৃণমূল নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসিয়ে টাকা পাচার করা হয়। একাধিকবার একটি অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে বলে অভিযোগ।
[ আরও পড়ুন ঃ
এবার যোগীর রাজ্যেই ভয়ঙ্কর ঘটনা ঘটলো! 10 মাসের বাচ্চার ওপর চললো লাগাতার ধর্ষণ। ]
এই ঘটনায় ইতিমধ্যেই চরম তিরস্কারের মুখে পড়েছে রাজ্য সরকার। এর আগে, আদালত রাজ্য সরকারকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছিল। রাজ্যের তরফে জমা দেওয়া রিপোর্ট দেখে তৎকালীন প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেছিলেন, এই রিপোর্ট আদালত ও জনগণের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা। এরপর আদালত প্রতিবেদনটি গ্রহণ করতে অস্বীকার করেন। রাজ্যকে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন।
[ আরও পড়ুন ঃ
এবার বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করুন! ]
0 Comments