Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Saturday : শনিবারে মিলবে না হাফ ছুটি! শনিবারও ফুল ক্লাস করতে হবে এমনটাই ঘোষণা করলেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি কল‍্যাণময় গাঙ্গুলি।

 

Saturday : শনিবারে মিলবে না হাফ ছুটি! শনিবারও ফুল ক্লাস করতে হবে এমনটাই ঘোষণা করলেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি কল‍্যাণময় গাঙ্গুলি।
khabor24ghonta

এবার তাড়াতাড়ি সিলেবাস শেষ করার লক্ষ‍্যে শনিবারও করতে হবে ফুল ক্লাস! এক নজরে দেখে নিন।

শনিবার ফুল , ছুটির দিনেও খোলা স্কুল

গত ১৬ ই নভেম্বর  রাজ্যের বিভিন্ন স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তবে স্কুলের ক্ষেত্রে একমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সর্বক্ষেত্রেই কোভিড বিধির মান্যতা বাধ্যতামূলক ।


এক্ষেত্রে প্রথম থেকে নবম শ্রেণির পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরেই। এবার রাজ্য শিক্ষা দপ্তর সব জল্পনার অবসান করে দিয়েছে। সিলেবাস কমিটির প্রস্তাবকেই গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর ।

[ আরও পড়ুন ঃ

Indian Railways : এবার থেকে ট্রেনে থাকবে না কোনো আমিষ খাবার! জানিয়ে দিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। ]

প্রথম থেকে নবম শ্রেণির পরীক্ষা পদ্ধতি:

প্রথম  থেকে নবম শ্রেণির পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর। সেখানে সিলেবাস কমিটি প্রদত্ত অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে দিয়ে চূড়ান্ত মূল্যায়নের পদ্ধতিকেই সিলমোহর দিয়েছে শিক্ষা দপ্তর। অর্থাৎ প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা হবে বাড়ি বসেই আগের মত করেই বা অন্য ভাবে ।

রাজ্য কোভিড পরিস্থিতি সময় থেকেই এই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমেই মূল্যায়নের পদ্ধতি বেছে নিয়েছে । সেই পথেই এবারও হাঁটতে চাইছে তারা। রাজ্য স্কুল গুলিকে এই অ্যাক্টিভিটি টাস্ক ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ‌ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যেই সেই প্রশ্নপত্র বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে।

[ আরও পড়ুন ঃ

Basbul sayoni : আমার গাওয়া গান বিজেপিতে যত বাজবে, ততোই লোকজন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবে! কেন এরকম মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়? ]

শনিবার‌ থাকবে না হাফ ছুটি

এখন শনিবার থেকে কোনো স্কুলে অর্ধেক ছুটি থাকবে না। শনিবার পুরো সময়ের জন্য স্কুলে ক্লাস করতে হবে। বোর্ড মনে করছে শনিবার যদি পুরো স্কুল হয় তাহলে সিলেবাস অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কল‍্যাণময় গাঙ্গুলি বলেন, এই বিষয়টি যেন প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষদের অবশ্যই জানিয়ে দেন।"

উত্তর দিনাজপুরের রাহাতপুর হাই মাদ্রাসা ছুটির দিনেও ক্লাস করিয়ে চলেছে যাতে খুব শীঘ্রই সিলেবাস শেষ করা যায়। এবার পর্ষদ শনিবার‌ও ফুল  ক্লাস করাতে চলেছে তাড়াতাড়ি সিলেবাস শেষ করার লক্ষ্যে  । 

[ আরও পড়ুন ঃ

মাত্র 1699 টাকায় এই বাইক কিনুন! মাত্র 499 আপনি এই বাইকটি বুকিং করে নিতে পারেন। ]

Post a Comment

0 Comments