|
khaboe24ghonta |
মধ্যপ্রদেশের এক পরিবারে অন্যজাতে বিয়ে করার অপরাধে বাবার হাতেই খুন হলো মেয়ে! জেনে নিন পুরো ঘটনা।
ভিনজাতে বিয়ে করায় মধ্যপ্রদেশে মেয়েকে ধর্ষণ করে খুন করলেন বাবা। খুন নাতিকেও
'অনার কিলিং' - সমাজের এক ভয়াবহ অভিশাপ। ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে প্রায়শই এই অনার কিলিং এর ঘটনা ঘটে থাকতে দেখা যায়। বাড়ির অমতে ভিনজাতে বিয়ে করায় নিজের বাবা মায়ের হাতেই বেঘোরে প্রাণ যায় নিষ্পাপ সন্তানদের। পরিবারের সম্মাণরক্ষার্থে নিজের ছেলেমেয়েদের খুন করতে একটুও হাত কাঁপে না বাবা মায়ের। কিন্তু এই ঘটনায় পরিবারের সম্মান কখনোই রক্ষা হয়না, বরং সেই পরিবারের জায়গা হয় কাল কুঠুরিতে।
[আরও পড়ুন ঃ
আকাশছোঁয়া জ্বালানির দাম থেকে মুক্তি পেতে এবার প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন" হোটেল অ্যান্ড রেস্তোরা অ্যাসোসিয়েশন"! ]
সমাজের বুকে অভিশাপ হয়ে বেঁচে থাকে সেই নরপিশাচগণ। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রতিবাদ এলাকায়। ভিনজাতে বিয়ে করায় পরিবারের সম্মান রক্ষার জন্য নিজের মেয়েকে ধর্ষণ করে খুন করলেন বাবা, মারলেন নিজের একরত্তি আটমাসের নাতিকেও। চাঞ্চল্যকর এই ঘটনায় সারা ভারতজুড়ে রীতিমতো প্রতিবাদের ঝড় উঠেছে।
[আরও পড়ুন ঃ
কি ঘটনা ঘটেছে?
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অদূরে রতিবাদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গিয়েছে বাড়ির অমতে কয়েক বছর আগে ভিন জাতে বিয়ে করেছিলেন ২৫ বছরের তরুণী। তখন থেকেই মেয়ের উপর রাগ ছিলো বাবার। এরপর গত 5 ই নভেম্বর ছোট মেয়ে এবং তার শিশু সন্তানকে বাড়িতে নিয়ে আসেন ওই ব্যক্তি। এরপর অন্য জাতের ছেলেকে বিয়ে করার অপরাধে নিজের ছোটো মেয়েকে ধর্ষণ করে ওই গুণধর ব্যক্তি। তারপর নিজের হাতে খুন করে মেয়েকে এবং আটমাসের নাতিকে।
[আরও পড়ুন ঃ
ছেলের সাহায্যে বাড়ির অদূরে জঙ্গলে ওই দেহদুটি পুঁতে দেয় ওই ব্যক্তি। এরপর বড়ো মেয়ের কাছে ছোটো মেয়েকে খুনের কথা স্বীকার করে ওই ব্যক্তি। তবে ধর্ষণের ঘটনাটি প্রথমে স্বীকার করে নি সে। এরপর গোপন সূত্র মারফত খবর পেয়ে গত 14 ই নভেম্বর পুলিশ ওই দেহ দুটি জঙ্গল থেকে উদ্ধার করে। এরপরই 55 বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন এবং ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ওই তরুনীর ভাইকেও।
0 Comments