kahbor24ghonta
মেট্রো ডেয়ারি শেয়ার বিক্রি হলো জলের দামে অভিযোগ অধীর চৌধুরীর।
খবর২৪ঘণ্টা ডিজিটাল ডেস্ক ঃ 2016 সালে, প্রাদেশিক কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মেট্রো ডেয়ারির শেয়ার নিয়ে মামলা করেছিলেন। হাইকোর্টে দায়ের করা মামলায় তিনি দাবি করেন, মেট্রো ডেইরির শেয়ার সস্তায় বিক্রি করা হয়েছে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
BJP Murder :ভগবানপুরে খুন বিজেপি নেতা ধৃত তৃণমূল নেতার 12 দিনের পুলিশ হেফাজত। ]
তিনি অভিযোগ করেন, মেট্রো ডেইরির শেয়ার নামমাত্র মূল্যে সিঙ্গাপুরের কোম্পানির কাছে বিক্রি করে শত শত কোটি টাকা লোকসান হয়েছে। প্রায় 48 শতাংশ শেয়ার চক্রাকারে বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর তা নিয়েই মামলা হয়েছিল আদালতে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
petrol, diesel-পুরো 33.38 টাকা দাম কমলো পেট্রোলের, খুশি ভারতবাসী। ]
সূত্রের খবর, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির তদন্ত করতে প্রস্তুত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সিবিআই।
Dilip ghosh - Tathagata Roy : দল ছাড়বেন তথাগত? গুপ্তকথা ফাঁসের কথা বলে ফের চাপে রাখলেন দিলীপকে ! ]
আগামী ১৬ ডিসেম্বর মামলার চূড়ান্ত শুনানি হবে। এর আগে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ১০ ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দেন। তবে জানা গেছে, আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গেই আদালত মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলার তদন্ত শুরু করবে সিবিআই।
- [ আরও পড়ুন ঃ khabor24ghonta
- Dilip Ghosh: রবীন্দ্রনাথ বেশি দূর পড়েননি, রামকৃষ্ণও তো অশিক্ষিত- মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ ]
0 Comments