Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে ভারতীয় রেলে! জেনারেল কামরার পরিবর্তে মিলবে সুরক্ষিত বাতানূকুল কামরা।

বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে ভারতীয় রেলে! জেনারেল কামরার পরিবর্তে মিলবে সুরক্ষিত বাতানূকুল কামরা।
khabor24ghonta


 কেন এরকম পরিবর্তন আনছে ভারতীয় রেল? এক নজরে দেখে নিন।


তুলে দেওয়া হতে চলেছে রেলের জেনারেল কামরা। ‌ পরিবর্তে এই উদ্যোগ নিচ্ছে রেল।

দূরপাল্লার ট্রেনে সাধারণ মানুষ জনাকীর্ণ সাধারণ বগিতে যাতায়াত করে। তবে সেক্ষেত্রে অধিকাংশ যাত্রীকেই চরম অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। এদিকে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট পরীক্ষকদের সময় থেকে সংরক্ষিত আসন পেতে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি দেখা গেছে। এসব সমস্যা সমাধানে সাধারণ বগি বা সাধারণ বগি ছেড়ে দিতে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। পরিবর্তে, রেল সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত বগি চালু করতে চলেছে। এই বিষয়টি বাস্তবায়িত হলে যাত্রীদের স্বস্তি ও যাত্রী নিরাপত্তা অনেকটাই বাড়বে বলে জানিয়েছে রেল।

[ আরও পড়ুন ঃ

নিজের বাবার হাতেই ধর্ষিত হয়ে খুন হলো কন‍্যা! এরকম কুরূচিকর ঘটনা ঘটেছে মধ‍্যপ্রদেশে। ]

কি ঘোষণা করেছে রেল?

রেলের সাধারণ কক্ষ পরিদর্শনে গিয়ে যাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হন। টিকিট পরীক্ষকরা অবৈধভাবে যাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের সিট দিয়ে থাকেন। এ ধরনের দুর্নীতি বন্ধে রেলওয়ে কাজ করছে। তাই এবার সাধারণ বা সাধারণ বগি সরিয়ে তার পরিবর্তে সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত বগি আনতে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। তবে এ ক্ষেত্রে সাধারণ মানুষ মনে করছেন, শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষিত কক্ষ চালু হলে টিকিটের দাম অনেক বেড়ে যেতে পারে, যা মধ্যবিত্তদের অনেক সমস্যায় পড়তে পারে।

[ আরও পড়ুন ঃ

আকাশছোঁয়া জ্বালানির দাম থেকে মুক্তি পেতে এবার প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন" হোটেল অ‍্যান্ড রেস্তোরা অ‍্যাসোসিয়েশন"! ]

রেলওয়ে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা না দিলেও রেলওয়ে ইতোমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত এসব বগি তৈরির কাজ শুরু করেছে বলে জানা গেছে। কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি এবং রায়বেরেলি রেল কোচ ফ্যাক্টরিতে কাজ চলছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, শীতাতপ নিয়ন্ত্রিত এসব বগিতে ১২০ জন যাত্রী স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন। টিকিটের দাম বাড়লেও তা মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে। 

[ আরও পড়ুন ঃ

এবার কঙ্গনার মন্তব্য কে তীব্র কটাক্ষ করলেন নেতাজি কন‍্যা অনিতা বস! বললেনএই দুজনকে ছাড়া কখনোই দেশে স্বাধীনতা আসতো না। ]

নতুন বগিগুলি 130 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলা ট্রেনগুলির সাথে সংযুক্ত করা হবে। কক্ষগুলোতে স্বয়ংক্রিয় দরজার ব্যবস্থাও রয়েছে। রেলওয়ে জানিয়েছে যে তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য আনতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

Post a Comment

0 Comments