Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

গোঘাটা 1ব্লকে সুব্রত মুখার্জ্জীর স্মরণসভায় রীতিমতো জোর চর্চার মুখে পড়লেন রামেন্দু, বললেন আমাদের পতাকার রং গেরুয়া।

গোঘাটা 1ব্লকে সুব্রত মুখার্জ্জীর স্মরণসভায় রীতিমতো জোর চর্চার মুখে পড়লেন রামেন্দু, বললেন আমাদের পতাকার রং গেরুয়া।


khabor24ghonta
 

আমরা দিদির সৈনিক, আমাদের পতাকার রং গেরুয়া! কেন এরকম মন্তব‍্য করলেন খোদ জেলা সভাপতি। জেনে নিন।

সুব্রত মুখোপাধ্যায় এর স্মরণসভায় বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে এলেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়। প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের প্রয়াত মন্ত্রীর স্মরণে গোঘাট—১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি। 

[আরও পড়ুন ঃ

এবার মমতা ব‍্যানার্জ্জীর পাশে দাড়ালেন অধীর চৌধুরী! বললেন ভরসা নেই BSF জওয়ানদের ওপর। ]

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রামেন্দু বলেন,"আমরা সবাই দিদির সমর্থক আর আমাদের পতাকার রং গেরুয়া"।তার এই বক্তব্য সামনে আসার পরেই কার্যত বিতর্ক শুরু হয়েছে দলের অভ্যন্তরে।একজন জেলা সভাপতির পক্ষে এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে নিন্দার বিষয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[ আরও পড়ুনঃ khabor24ghonta

ঝাঁটা হাতে নিন, পয়লা ডিসেম্বর সিনেমা দেখাবো! কাঁথির সভা থেকে হুংকার শুভেন্দু অধিকারির। ]

আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতির বক্তব্য এবং বিতর্ক:

 স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রামেন্দু বলেন,"আপনাদের সবাইকে ভাবতে হবে, আজকে আমরা ফুল দিলাম, ধুপ দিলাম, আমাদের সহাস্য সুব্রত মুখোপাধ্যায় হাসছেন। তার দেখানো পথে যদি আমরা না চলতে পারি তাহলে আমাদের এই স্মরণ সভা বৃথা। আসুন সকলে মিলিয়ে শ্রদ্ধা জানিয়ে ওনাকে একসাথে স্মরণ করি। আমরা সবাই এক, আমরা সবাই ভাই। আমরা সবাই দিদির সমর্থক আর আমাদের পতাকার রং গেরুয়া। এটুকুই আপনাদের মনে জাগ্রত করার জন্য আজকের স্মরণ সভা"।

Post a Comment

0 Comments