আমরা দিদির সৈনিক, আমাদের পতাকার রং গেরুয়া! কেন এরকম মন্তব্য করলেন খোদ জেলা সভাপতি। জেনে নিন।
সুব্রত মুখোপাধ্যায় এর স্মরণসভায় বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে এলেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়। প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের প্রয়াত মন্ত্রীর স্মরণে গোঘাট—১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি।
[আরও পড়ুন ঃ
এবার মমতা ব্যানার্জ্জীর পাশে দাড়ালেন অধীর চৌধুরী! বললেন ভরসা নেই BSF জওয়ানদের ওপর। ]
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রামেন্দু বলেন,"আমরা সবাই দিদির সমর্থক আর আমাদের পতাকার রং গেরুয়া"।তার এই বক্তব্য সামনে আসার পরেই কার্যত বিতর্ক শুরু হয়েছে দলের অভ্যন্তরে।একজন জেলা সভাপতির পক্ষে এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে নিন্দার বিষয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
ঝাঁটা হাতে নিন, পয়লা ডিসেম্বর সিনেমা দেখাবো! কাঁথির সভা থেকে হুংকার শুভেন্দু অধিকারির। ]
[ আরও পড়ুনঃ khabor24ghonta
গড় হাজিরা বিধায়কদের! কাঁথিতে শুভেন্দু অধিকারির সভায় দেখা গেলনা অধিকাংশ বিধায়কদের, জল্পনা তুঙ্গে। ]
[ আরও পড়ুনঃ khabor24ghonta
বড়োসড়ো খুশির খবর, আজই প্রধানমন্ত্রী দিচ্ছে 700 কোটি টাকা! প্রায় দেড় লক্ষ মানুষ পাবে এই সুবিধা। ]
0 Comments