আমি বহু লোককে সোজা করছি, এই বলে চরম হুংকার দিলেন শুভেন্দু অধিকারি।
একুশের ভোটের হটস্পট ছিলো নন্দীগ্রাম। কারণ এই নন্দীগ্রামেই হয়েছে দুই হেভিওয়েটের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী যার দরুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আবার উপনির্বাচনে লড়াই করতে হয়েছে। বিরোধী দলনেতা পদে বর্তমানে আসীন রয়েছেন শুভেন্দু অধিকারী।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
বিজেপিতে যোগ দিলেই মিলবে পদ্মশ্রী! এমনই দাবি জানালেন মনোরঞ্জন ব্যাপারি। ]
তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে তিনি লাগাতার আক্রমণ করে চলেছেন। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রায়শই নিশানা করেন। জনসভা থেকে ফের তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন একজন হেন শুভেন্দু অধিকারী।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
তৃণমূলে চলে আসুন! বিজেপি ছাড়ায় এরকম বললেন মদন মিত্র শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে। ]
কি বলেছেন শুভেন্দু অধিকারী? : শুভেন্দু অধিকারী গতকাল কাঁথি তে উপস্থিত হয়ে বলেছেন, "এখানেও পুরসভায় বিজেপি জিতবে। পুলিশের নেতৃত্বে যতই হম্বিতম্বি করুক না কেন প্রত্যেকটায় আমি ডেট, টাইম দিয়ে লিখে রাখছি। কিছু করতে পারবে না। গণতন্ত্রে মানুষ সব সময় শেষ কথা বলে। এই ধরনের প্রক্রিয়া আমরা দেখেছি বিগত দিনে। নন্দীগ্রামের লোক আমি জঙ্গলমহল করা লোক। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে, সচেতনতা প্রচার চলছে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
পুরসভা র্নিবাচনের আগে সব প্রার্থীকেই দিতে হবে কড়া নিরাপত্তা,দাবি সুপ্রীমকোর্টের। ]
কারণ আপনারা জানেন গত দেড় বছর ধরে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে তৃণমূল কংগ্রেসের হাতে বিভিন্ন সময়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, কোনো সরকারই পেট্রোলিয়ামের দাম নির্ধারণ করে না। এই দাম পেট্রোলিয়াম কোম্পানি দ্বারা নির্ধারিত হয়। বিজেপি সরকার পেট্রোলিয়ামের দাম নির্ধারণ করেছে বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
মূখ্যমন্ত্রীর ঘোষণাঃ রাজ্যের চাষিদের জন্য সুখবর, বাড়লো ধানের সহায়ক মূল্য ]
পেট্রোল ডিজেলের উপর থেকে কর কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২২ টা রাজ্য ভ্যাট কমিয়েছে। কিন্তু এই রাজ্য সরকার ভ্যাট কমায়নি। আমরা তাই বলছি, মুখ্যমন্ত্রী আপনি নাটকবাজি বন্ধ করুন। মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ৫ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা রয়েছে বাংলার মাথায়। আমি বহু লোককে সোজা করে দিয়েছি। ঝাঁটা হাতে নিন আপনারা, পয়লা ডিসেম্বর সিনেমা দেখাবো।"
[ আরও পড়ুনঃ khabor24ghonta
শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়লেন, টুইট করে নিজেই জানালেন সেই কথা। ]
0 Comments