khabor24ghonta |
ত্রিপুরায় ভোটমুখী ছক নরেন্দ্র মোদির কুপোকাত তৃণমূল!
ত্রিপুরায় 709 কোটি টাকার ছক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মাথার উপর ছাদ পেতে চলেছে নবনীত মানুষজন।
গেরুয়া শিবির দাবি করেছে, ত্রিপুরার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসিড পরীক্ষা ব্যর্থ হতে চলেছে। ত্রিপুরায় বিজেপি দাবি করছে, ত্রিপুরা বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
ত্রিপুরা ভোটের আগে ত্রিপুরাবাসীকে বড়োসড়ো উপহার দিলেন প্রধানমন্ত্রী! মুখ পুড়েছে তৃণমূলের। ]
ভোটের আগে এমন উন্মাদনা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস ভোটে হোঁচট খেতে চলেছে বলে দাবি করেছে বিজেপি। এমনটাই বলছেন ত্রিপুরার রাজনৈতিক বিশ্লেষকরা। 2024 সালের যুদ্ধের আগে বিজেপি লট আঁকছে। 2023 সালে ত্রিপুরায় ভোট হতে চলেছে। বিজেপি ইতিমধ্যে সেখানে ক্র্যাক ডাউন শুরু করেছে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
দুই ভোটের আগেও ত্রিপুরার মানুষের জন্য বিরাট ঘোষণা করেছে মোদি সরকার। মোদি সরকার কি ত্রিপুরার মানুষকে 'রোটি-কাপরা-মাকান' দিতে চলেছে? কেন্দ্রীয় বিজেপি সরকার ত্রিপুরার মানুষের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের 700 কোটি টাকা পাঠাতে চলেছে। এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মোদি সরকারের এই সিদ্ধান্তকে সমন্বিত কৌশল হিসেবে দেখছেন।
কি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
প্রধানমন্ত্রী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের প্রথম কিস্তি গ্রাহকদের কাছে পাঠিয়েছেন। ত্রিপুরার ১ লাখ ৪৭ হাজার মানুষ মাথার ওপর ছাদ পেতে চলেছেন। প্রকল্পের প্রথম কিস্তিতে ৭০৯ কোটি টাকা পাঠিয়েছেন মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে যে প্রধানমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করার পর ত্রিপুরার ভৌগোলিক ও জলবায়ু পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কে। প্রধানমন্ত্রী বলেন, "আমি বিপ্লব দেব এবং তার সরকারকে ধন্যবাদ জানাতে চাই এত অল্প সময়ের মধ্যে কাজ করার পুরানো পদ্ধতি এবং কাজ করার আদিম মনোভাব পরিবর্তন করার জন্য।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ তৃণমূলের চ্যালেঞ্জকে দুর্বল করে দিতে পারে এবং তৃণমূলে যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
0 Comments