khabor24ghonta |
কলকাতার মেয়র হতে পারেন বাবুল সুপ্রিয়! জেনে নিন বিস্তারিত।
এবার কি কলকাতার মেয়রের পদপ্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়?
কলকাতার পরবর্তী মেয়র হতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এমন জল্পনা জোরদার হয়েছে। কারণ, এক ব্যক্তি এক পদ নীতি দীর্ঘদিন ধরে চালু রয়েছে। তাই এই নীতি অনুযায়ী কলকাতার বর্তমান নগর প্রশাসক ফিরহাদ হাকিম বেশিদিন এই পদে থাকতে পারবেন না। জল্পনা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রায়ে কলকাতার মেয়র পদে বাবুল সুপ্রিয়াই পছন্দের প্রার্থী।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
কলকাতার পরবর্তী মেয়র হতে পারেন বাবুল সুপ্রিয়! এমনটাই জল্পনা চলছে তৃণমূলের অন্দরে। ]
মেয়র প্রার্থী পদে এগিয়ে বাবুল
রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এক পুরুষ নীতিতে মেয়র হতে পারবেন না। তাই বাবুল এই পদের যোগ্য দাবিদার। বাবুল সুপ্রিয়া যখন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন, তখন জল্পনা ছিল বাবুল সুপ্রিয়াকে প্রতিমন্ত্রী করা হবে নাকি রাজ্যসভায় পাঠানো হবে। কিন্তু সদ্য সমাপ্ত উপনির্বাচনে বাবুলকে প্রার্থী করেনি তৃণমূল।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
রীতিমতো চাপে পড়ে নন্দীগ্রাম মামলা পিছোনোর আবেদন জানালেন শুভেন্দু অধিকারী! ]
দুটি শূন্য রাজ্যসভা আসনের জন্য সুস্মিতা দেব এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর কাছে মনোনয়নপত্র হস্তান্তর করা হয়েছে। তাই এ অবস্থায় মেয়র প্রার্থীতায় বাবুল অনেকটাই এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। কলকাতা ও হাওড়ায় ভোট হবে ১৯ ডিসেম্বর। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বাবুলের প্রার্থিতাকে চূড়ান্ত অনুমোদন দেননি।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
ত্রিপুরায় ভোটমুখী ছক নরেন্দ্র মোদির কুপোকাত তৃণমূল! ]
কৈলাস কলকাতার বোস স্ট্রিট এলাকার ভোটার হলেও, সাংসদ হওয়ার পর আসানসোলে ভোটার হয়েছিলেন। পদ ছাড়ার পর তিনি কী করবেন তা এই মুহূর্তে জানা যায়নি। জানা গেছে, দক্ষিণ কলকাতার তিনটি ওয়ার্ড প্রাথমিকভাবে বিবেচনা করেছে তৃণমূল। এই ওয়ার্ডগুলির মধ্যে একটিতে, 2015 সালের নির্বাচনে বিজেপি জিতেছিল।
khabor24ghonta |
কি বলছেন বাবুল?
এ বিষয়ে ব্যাবিলনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। চিত্তরঞ্জন দাস থেকে কলকাতার মেয়র ছিলেন সুভাষ চন্দ্র বসু। বাবুল সুপ্রিয়া যদি সেই পথে বসেন, তাহলে তার খুব গর্ব হয়। তৃণমূলের একাধিক অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, বাবুল সুপ্রিয় কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
ত্রিপুরা ভোটের আগে ত্রিপুরাবাসীকে বড়োসড়ো উপহার দিলেন প্রধানমন্ত্রী! মুখ পুড়েছে তৃণমূলের। ]
এখন তাকে কলকাতার মেয়রের মতো হেভিওয়েট প্রার্থী করা হলে তৃণমূল নেতাকর্মীরা বিষয়টি মেনে নেবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, কয়েক মাস আগে টালিগঞ্জে দাঁড়িয়ে বিধানসভা ভোটে পরাজয়ের মুখ দেখেছিলেন বাবুল সুপ্রিয়। তবে তৃণমূলের বেশির ভাগ সমর্থক বলছেন, যেহেতু ভোট হবে তৃণমূলের প্রতীক এবং সেই প্রতীকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী বাবুল সুপ্রিয়, তাই দলের কর্মীরা আপত্তি করবেন না।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
0 Comments