Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Simple Food Tips : কিডনি সমস্যার প্রধান লক্ষণ

Simple Food Tips : খালি পেটে এই খাবার খেলে পাবেন দ্বিগুন উপকার
khabor24ghonta
 

কী এই খাবার? জেনে নিন।

কিডনি সমস্যার প্রধান লক্ষণ - কিডনির কোন রকম সমস্যা দেখা দিলে শরীরে বেশ কিছু লক্ষন প্রকাশ পায়। সেগুলি হলো -


দুর্বলতা - কিডনি সমস্যার অন্যতম একটি প্রধান লক্ষন হলো শারীরিক দুর্বলতা। সাধারনত মানবদেহে কিডনি তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলতে শুরু করলে তার প্রভাব পড়ে রক্তের ওপর। ধীরে ধীরে শরীরের সমস্ত রক্ত দূষিত হতে থাকে। তার ফলে শরীরের জন্য পর্যাপ্ত রক্তের অভাব দেখা দেয়। আর সেই কারনেই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে শরীর। 

[ আরও পড়ুন : khabor24ghonta

weight loss :ওজন কমাতে এই ফলের জুড়ি মেলা ভার! কোন রঙের ফল খেলে কমবে ওজন? ]

শ্বাসকষ্ট - কিডনির কার্যক্ষমতা যতো কমতে শুরু করে ততোই শরীরে শ্বাস কষ্টের লক্ষণ প্রকাশ পায়। কারন কিডনি কাজ না করলে তা ঘুর পথে প্রভাব ফেলতে শুরু করে ফুসফুসের ওপরেও। এর পেছনেও মূলত রয়েছে দূষিত রক্ত। মূলত এই দূষিত পদার্থ গুলি ফুসফুসে পৌঁছালে তা স্বচ্ছ করতে এবং দূষিত পদার্থ গুলি বের করে দিতে কার্বন ডাইঅক্সাইড এর সাহায্য নিয়ে থাকে। যার ফলে পরিমান মতো অক্সিজেন ফুসফুসে প্রবেশ করতে না পারায় শ্বাস কষ্টের সমস্যা দেখা দেয়।

[ আরও পড়ুন : khabor24ghonta

সাবধান! পাউরুটি খাবেন না, খেলে ক‍্যানসার পযর্ন্ত হতে পারে। ]

চুলকানি - মূলত ফসফরাসের প্রভাবে শরীরে চুলকানির সমস্যা দেখা দেয়। যেটি কিডনির সমস্যার ফলে হয়ে থাকে। মূলত প্রিয়ারিটাসের দেখা মেলে কিডনির অসুখের ফলে। আর রক্তের সাথে মিশতে শুরু করে নানা বজ্র পদার্থ। আর সেগুলিতেই মূলত ফসফরাস থেকে থাকে। সেই কারনেই কিডনি সমস্যার অন্যতম একটি লক্ষন হলো চুলকানি। 

[ আরও পড়ুন : khabor24ghonta

আপনি কি এইভাবে জল পান করেন? তাহলে আজই সর্তক হোন। ]

ঝাপসা দৃষ্টি ও অস্থিরতা - কিডনি কর্মক্ষমতা হারাতে শুরু করলে রক্ত দূষিত হওয়ার প্রভাবেই নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। যার মধ্যে মানসিক অস্থিরতা, ঝাপসা দৃষ্টির সমস্যাও লক্ষ্য করা যায়। আর এই সমস্যার সৃষ্টি করে রক্তে মিশতে থাকা ইউরিয়া। কিডনির কর্মক্ষমতা হারানোর ফলে যা শরীর থেকে বাইরে বেরোতে পারেনা। আর সেই দূষিত রক্ত গুলিই মস্তিষ্কে পৌঁছালে নানান ধরনের শারীরিক সমস্যার দেখা মেলে শরীরে।

[ আরও পড়ুন : khabor24ghonta

কাজেই আপনার শরীরেও যদি এহেন কোন সমস্যা দেখা দেয় তাহলে বেশী দেরি হয়ে যাওয়ার আগেই পরামর্শ নিন চিকিৎসকের।

[ আরও পড়ুন : khabor24ghonta

DIY ত্বকের যত্ন: oily skin - ত্বক সুস্থ রাখতে চান? মুলতানি মাঠে লুকানোর উপায় ]

Post a Comment

0 Comments